ইমাম উল হকের পর সালমান আলি আগারও এই ভাগ্য। ৯৩ রান করে সেঞ্চুরি মিস দুজনেরই। ফলে লাহোর টেস্টের প্রথম ইনিংসে কোনো সেঞ্চুরিয়ান নেই পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১০.৪ ওভারে ৩৭৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।
৫ উইকেটে ৩১৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৬২ আর সালমান আগা ৫২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন।