বাংলাদেশের অখণ্ডতার প্রশ্নে কোনো আপস নয়

যুগান্তর এ কে এম শামসুদ্দিন প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১১:৪৩

৮ অক্টোবর রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ‘সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম : শান্তির অন্বেষণ’ শীর্ষক একটি মুক্ত আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। আলোচনায় দেশি-বিদেশি ষড়যন্ত্রের বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সম্প্রতি খাগড়াছড়িতে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে এ ধরনের আয়োজন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রামের বর্তমান সমস্যা, সমস্যার কারণ এবং সমাধানের পথ অনুসন্ধানে রাওয়া’র এ উদ্যোগ প্রশংসনীয়।


পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে এ দেশের সচেতন মানুষের কম-বেশি ধারণা আছে। তবে সাধারণ মানুষের এ ধারণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। কারণ, দেশের অভ্যন্তরে এবং বাইরের সক্রিয় স্বার্থান্বেষী মহল গোড়া থেকেই পার্বত্য চট্টগ্রামসংক্রান্ত নানা বিষয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে তৎপরতা শুরু হয়েছে এবং সেখানকার পরিস্থিতিকে যে পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলেছে, তা বাংলাদেশের অখণ্ডতার জন্য সত্যিই উদ্বেগজনক। এ ব্যাপারে ভারতের ভূমিকা বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পার্বত্য চট্টগ্রামে নানা ধরনের অত্যাধুনিক অস্ত্রের সমাবেশ এ দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দিয়েছে। এ বিষয় নিয়ে গত এপ্রিলে আমার একটি লেখা দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও