
গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনি ছিটমহল গাজায় যুদ্ধ শেষ হয়েছে আর মধ্যপ্রাচ্য ‘স্বাভাবিক’ হতে যাচ্ছে।
রোববার ওয়াশিংটন ডিসি থেকে উড়ে ইসরায়েল যাওয়ার সময় এক ফ্লাইটে এসব কথা বলেছেন তিনি; খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “যুদ্ধ শেষ, আপনারা তা বুঝতে পারছেন।”
ওই অঞ্চলের (মধ্যপ্রাচ্য) সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসার উত্তরে তিনি বলেন, “আমরা ধারণা এটি স্বাভাবিক হতে যাচ্ছে।”
গাজায় রোববার তৃতীয় দিনের মতো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি পালিত হয়েছে। সোমবার ট্রাম্পের ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং এদিন ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
যুদ্ধবিরতি যুদ্ধের অবসান ঘটাবে, এমন আশা নিয়ে গাজার হাজার হাজার ফিলিস্তিনি উত্তরে গাজা সিটির দিকে এগিয়ে যাচ্ছেন। গত দুই মাস ধরে এই শহরটি ইসরায়েলি হামলার মূল লক্ষ্যস্থল ছিল।