
৬৮.৩৫ লাখ টন জ্বালানি বিক্রি বিপিসির, শীর্ষে পদ্মা অয়েল
jagonews24.com
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৭
২০২৩-২৪ অর্থবছরে জ্বালানি বিক্রি হঠাৎ কমে গেলেও ২০২৪-২৫ অর্থবছরে আবার বেড়েছে। এ অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ছয়টি অঙ্গ প্রতিষ্ঠান ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি বিক্রি করেছে। জ্বালানি বিক্রিতে ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে পদ্মা অয়েল কোম্পানি পিএলসি।
বিগত অর্থবছরে পদ্মা অয়েল ২৬ লাখ ২৫ হাজার ৫১৮ টন পেট্রোলিয়াম পণ্য বিক্রি করে। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি ডিজেল বিক্রিতে এগিয়ে রয়েছে আরেক বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি। বিপিসির এক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
এর আগের ২০২৩-২৪ অর্থবছরে বিক্রি হয়েছিল ৬৭ লাখ ৬১ হাজার ৩২০ টন পেট্রোলিয়াম পণ্য। ২০২২-২৩ অর্থবছরে বিপিসির ইতিহাসে সবচেয়ে বেশি ৭৩ লাখ ৪৬ হাজার ৯৫ টন জ্বালানি বিক্রি হয়। সেই বছরগুলোতেও পণ্য বিক্রিতে শীর্ষে ছিল পদ্মা অয়েল।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- জ্বালানি তেল