You have reached your daily news limit

Please log in to continue


আফগানিস্তান থেকে হামলায় ২৩ সেনা নিহত, ২০০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আফগান ভূখণ্ড থেকে চালানো অতর্কিত হামলায় পাকিস্তানের ২৩ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর জবাবে পাল্টা অভিযানে ২০০ জনের বেশি তালেবান ও তাদের সহযোগী সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে তারা।

আজ রোববার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতির বরাতে এই তথ্য জানায় দেশটির গণমাধ্যম ডন।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, 'গত ১১ ও ১২ অক্টোবরের রাতে আফগান তালেবান এবং ভারতীয় মদদপুষ্ট "ফিতনা আল খাওয়ারিজ" গোষ্ঠী বিনা উসকানিতে পাক-আফগান সীমান্তজুড়ে পাকিস্তানে হামলা চালায়।'

এই হামলাকে 'কাপুরুষোচিত' আখ্যা দিয়ে তারা বলেছে, সন্ত্রাসবাদকে মদত দিতে এবং অস্থিতিশীলতা তৈরির 'হীন চক্রান্তের' অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, 'আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে পাকিস্তানের সতর্ক সশস্ত্র বাহিনী সীমান্তজুড়ে চালানো এই আক্রমণ প্রতিহত করেছে এবং তালেবান বাহিনী ও তাদের সহযোগী খাওয়ারিজদের ভারী ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন