You have reached your daily news limit

Please log in to continue


ডেঙ্গু: আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ রোগী

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ মৃত্যু হয়েছে; এ নিয়ে চলতি বছর ২৩০ জনের প্রাণ গেল মশাবাহিত এ রোগে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের সবাই পুরুষ। তাদের বয়স ছিল যথাক্রমে ৬৫, ৫৩, ৫০, ৩৫ এবং ২৪ বছর।

তাদের দুই জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি তিন জন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৫৩ রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫৪ হাজার ৫৫৯ জন।

এ বছর সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে। মৃত্যু হয়েছে ৭৬ জনের।

১২ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২১৭ জন; মৃত্যু হয়েছে ৩২ জনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন