
এই ভিপিএন অ্যাপ ব্যবহারে অর্থ চুরি হতে পারে অ্যাকাউন্ট থেকে
জনপ্রিয় এক ভিপিএন ও পাইরেসি অ্যাপ আনইনস্টল করার জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা।
তারা বলছেন, অ্যাপটি ব্যবহারের মাধ্যমে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট থেকে চুরি হতে পারে ব্যবহারকারীদের অর্থ।
জালিয়াতি শনাক্তকরণ প্রতিষ্ঠান ‘ক্লিফি’র এক প্রতিবেদনে উঠে এসেছে, এরইমধ্যে ইউরোপে তিন হাজারেরও বেশি ডিভাইস অ্যান্ড্রয়েড ম্যালওয়্যারের মাধ্যমে সংক্রমিত হয়েছে।
এ সাইবার হামলায় ভুয়া একটি অ্যাপ ব্যবহার করেছে হ্যাকাররা, যা জনপ্রিয় পাইরেসি অ্যাপ ‘মবদ্রো প্রো আইপি টিভি+ভিপিএন’-এর ছদ্মবেশ ধারণ করে আছে। অ্যাপটি ব্যবহারকারীদের বিনামূল্যে টিভি শো, সিনেমা ও খেলাধুলার ইভেন্টের পাশাপাশি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহারের সুবিধা দেয় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
গবেষকরা বলছেন, অ্যাপটিতে ‘ক্লিওপেত্রা’ নামের এক অত্যন্ত জটিল ম্যালওয়্যার রয়েছে, যার লক্ষ্য ডিভাইসটিকে দূর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা। অ্যাপটি একবার ইনস্টল হলে ব্যবহারকারীদেরকে এমন অনুমতি দিতে ‘উস্কানি’ দেয়, যার ফলে সাইবার হামলা চালানোর সক্ষমতা পায় হ্যাকাররা।
গবেষণায় গবেষকরা বলেছেন, “সাইবার হামলা চালাতে ব্যবহারকারীদের সরল এক ইন্টারফেইস দেখায় অ্যাপটি, যেখানে একটি বাটনে লেখা থাকে ‘ইনস্টলেশন চালিয়ে যান’, যা ব্যবহারকারীদের ক্লিক করতে উস্কানি দেয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যাপ
- নিরাপত্তা ঝুঁকি
- ভিপিএন