You have reached your daily news limit

Please log in to continue


রশিদের বল নয়, রশিদকে খেলতে গিয়েই এমন হার—বললেন মুশতাক

বাংলাদেশের ব্যাটসম্যানেরা রশিদ খানের বল নয়, রশিদ খানকে খেলেছে বলে মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সামনে যে ডেলিভারি আছে সেটা বিবেচনায় নেওয়ার চেয়ে তাঁরা বোলার রশিদের খ্যাতির দিকে বেশি মনোযোগী বলে মনে হয়েছে তাঁর।

গতকাল শারজায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ১৯০ রান তাড়া করতে নেমে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। রশিদ একাই নেন ১৭ রানে ৫ উইকেট। এরপর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটসম্যানদের রশিদকে খেলতে না পারা নিয়ে কথা বলেন মুশতাক।

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমদ বলেন, রশিদের ধারাবাহিক লাইন-লেংথই তাকে সাফল্য এনে দিয়েছে, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানেরাও বল আর বোলারকে আলাদা করতে পারছেন না, ‘আমার মনে হয় তারা রশিদকে খেলছে, বলকে নয়। রশিদ খুব বেশি টার্ন করায় এমন বোলার নয়, কিন্তু সে খুব অভিজ্ঞ। উইকেট-টেকার বোলার। তার লাইন ও লেংথ খুব ধারাবাহিক। আমার মনে হয়, আমাদের কখনো কখনো বলকে খেলতে হবে, বোলারকে নয়।’

রশিদ খান খুব ভালো ভালো বোলার, এটা না ভেবে তাঁর ডেলিভারি বিবেচনায় নিয়ে খেলা দরকার মনে করেন মুশতাক, ‘যদি তোমার মানসিক দৃঢ়তা ভালো হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো বোলারের বিপক্ষেই খেলতে পারবে। রশিদ বহু বছর ধরে আফগানিস্তানের হয়ে সফল। কিন্তু একই সঙ্গে বাংলাদেশের ব্যাটিং ইউনিট হিসেবে আমাদেরও জানা উচিত—বলকে খেলতে হবে, বোলারকে নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন