আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তালেবান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। গত সপ্তাহে কাবুলে বিমান হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ইরান, কাতার ও সৌদি আরব উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খাওয়ারিজমি শনিবার (১১ অক্টােবর) রাতে বলেন, পাকিস্তানের “বারবার সীমান্ত লঙ্ঘন ও বিমান হামলার” জবাবে তালেবান বাহিনী “সফল পাল্টা হামলা” চালিয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, অভিযানটি মধ্যরাতে শেষ হয়। খবর আল জাজিরার।
অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আফগান বাহিনীর হামলাকে “উসকানিমূলক ও অপ্ররোচিত” বলে দাবি করে জানান, “প্রত্যেক ইটের জবাবে আমরা পাথর ছুড়ব।”