
শুষ্ক ত্বকের সমস্যায় কার্যকর হতে পারে যে উপাদানগুলো
শুধু শীতকালেই নয়, অনেকের ত্বক সারা বছরই খসখসে ও আর্দ্রতাহীন থাকে। কারো কারো আবার ত্বকে প্রদাহ, লালচে ভাবের মতো সমস্যাও দেখা দেয়। এসবের সমাধানে প্রয়োজন সঠিক ত্বকচর্চা, উপযুক্ত ময়শ্চারাইজার, টোনার ও ক্রিমের ব্যবহার। কিন্তু কোনটি আপনার ত্বকের জন্য উপযুক্ত? জেনে নিন কিছু কার্যকর উপাদান সম্পর্কে।
হায়ালুরোনিক এসিড
ত্বকে আর্দ্রতা ধরে রাখতে এটি অত্যন্ত কার্যকর। হায়ালুরোনিক এসিডযুক্ত ফেসওয়াশ, সিরাম ও ক্রিম শুষ্ক ত্বকের জন্য খুবই উপযোগী।
গ্লিসারিন
গভীরভাবে ত্বককে আর্দ্র করে তোলে। সহজলভ্য এই উপাদানটি পানির সঙ্গে মিশিয়ে সরাসরি ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়।
শিয়া বাটার
শিয়াগাছের বীজ থেকে তৈরি এই উপাদানটি খসখসে ত্বকের জন্য আদর্শ। প্রদাহ কমায় এবং ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে।
অ্যালোভেরা
ত্বকের নানা সমস্যায় উপকারী। যদিও সরাসরি গাছের শাঁস না মেখে, অ্যালোভেরাযুক্ত ক্রিম বা লোশন ব্যবহার করাই বেশি নিরাপদ ও কার্যকর।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- ময়েশ্চারাইজার