এলএনজি আমদানি বাড়লেও গ্যাস সরবরাহ কমছে

ডেইলি স্টার প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১১:০৪

দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ গত অর্থবছরে আরও কমেছে, যদিও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি বেড়েছে। এর কারণ হলো দেশীয় গ্যাস উৎপাদনের ধারাবাহিক পতন।


বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখতে এবং কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল রাখতে প্রতিদিন দেশে প্রায় তিন হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন।


২০২৪-২৫ অর্থবছরে দৈনিক গড় গ্যাস সরবরাহ ছিল দুই হাজার ৫২৬ মিলিয়ন ঘনফুট। এর আগের বছর সরবরাহের পরিমাণ ছিল দুই হাজার ৭১৫ মিলিয়ন ঘনফুট।


২০২৪-২৫ অর্থবছরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে সরকারের ব্যয় দাঁড়ায় ৫৪ হাজার ৯৫৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২৮ দশমিক ৯ শতাংশ বেশি।


এত বিপুল পরিমাণ এলএনজি আমদানির জন্য সরকারকে আরও বেশি ভর্তুকি দিতে হয়েছে। গত অর্থবছরে প্রায় আট হাজার ৯০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরের ৬,০০০ কোটি টাকার তুলনায় বেশি।


অন্যদিকে, দেশীয় গ্যাস উৎপাদন ২০১৮ সাল থেকে ক্রমাগত কমছে— সেই বছরই প্রথম এলএনজি আমদানি শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও