বন্ধন সুদৃঢ় করে সমঝোতা

জাগো নিউজ ২৪ মাহমুদ আহমদ প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ১৩:৫০

মানুষের মাঝে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে সমঝোতা। ইসলাম এমন একটি শান্তিপ্রিয় ধর্ম যেখানে বিশৃঙ্খলার কোনো স্থান নেই। অথচ সমাজের একটি বৃহৎ শ্রেণি এমন রয়েছে যারা ছোটোখাটো বিষয় নিয়ে প্রতিনিয়ত ঝগড়াবিবাদে জড়িয়ে যায়। কখনো কখনো এই ঝগড়াবিবাদ আবার হত্যা পর্যন্ত গড়ায়।


বর্তমান প্রায় দেখা যায় অতিতুচ্ছ বিষয় নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়ে তা রক্তপাত এবং পরস্পরের বাড়িঘর পর্যন্ত জ্বালিয়ে ধ্বংস করে দেয়ার সংবাদও গণমাধ্যমে প্রকাশ হয়। অনেকে হয়তো জানেও না যে কি কারণে তারা এমন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে।


ইসলামের শিক্ষা হলো : কারো সাথে কোনো বিষয়ে মনোমালিন্য দেখা দিলে তাদের মাঝে যেন সমঝোতা করিয়ে দেয়া হয়। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন : ‘সন্ধি সর্বাবস্থায়ই উত্তম।’ (সুরা আন নিসা, আয়াত : ১২৮) কিন্তু বর্তমান দেখা যায় কোথাও কারো সাথে কোনো সমস্যা দেখা দিলে তা উভয়ের মাঝে সমঝোতা না করিয়ে বরং বিষয়টিকে আরো কঠিন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও