মানসিক রোগীদের জরুরি স্বাস্থ্য সেবা এখনো অধরা

ডেইলি স্টার প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ১১:০৩

আজ ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। মানসিক রোগীদের জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ব্রত নিয়ে এ বছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।


তবে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবা এখনো মান্ধাতার আমলে আটকে আছে। এখানে এখনো অনেকে এই সমস্যা নিয়ে আলোচনা করতে দ্বিধা বোধ করেন। কারণ মানসিক রোগকে সমাজে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা হয়।


এর সঙ্গে জড়িয়ে আছে নানান কুসংস্কার। ফলে অনেকে সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পর্যন্ত পায় না। এতে রোগীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায়।


আবার পদ্ধতিগত ঘাটতি ও সঠিক স্বাস্থ্যসেবা সহায়তার সংকটও আছে। এজন্য যারা স্বাস্থ্যসেবা চান তারাও সময়মতো পর্যাপ্ত চিকিৎসা পেতে রীতিমতো লড়াই করেন।


পাবনার ভাঙ্গুরা উপজেলার খাদিজা বেগমের (৩৫) ৫ বছর আগে সংসার বিচ্ছেদ হয়। এরপর থেকেই শুরু হয় নানান মানসিক সমস্যা। প্রথম দিকে পরিবারের সবাই কালাযাদু নানা রকম ঝাঁড়-ফোঁক করেছে। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে পাবনার মানসিক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সময়মত প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় এখন তার অবস্থা শোচনীয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও