কারাগারে লতিফ সিদ্দিকী, ভোটের মাঠে বিএনপি-জামায়াত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ১০:২৫

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনটি বরাবরই ভিআইপি আসন হিসেবে পরিচিত। এ আসনে রয়েছেন বিএনপির হেভিয়েট কয়েকজন প্রার্থী। এছাড়া জামায়াতে ইসলামীর একক প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন উঠলেও বর্তমানে তিনি কারাগারে। ফলে এখনো পর্যন্ত মাঠে রয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা।


বিএনপির একাধিক নেতা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এরমধ্যে আলোচনায় রয়েছেন দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। এছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, ড্যাব নেতা ও ঢাকা মেডিকেল কলেজ শাখার উপদেষ্টা ডা. শাহ আলম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকর মাহমুদ এবং মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমান খান।


জামায়াতের একক প্রার্থী হিসেবে মাঠে আছেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।


আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন বলে গুঞ্জন উঠলেও বর্তমানে তিনি গ্রেফতার হয়ে কারাগারে থাকায় হিসাব পাল্টেছে আবার।


এছাড়া সাবেক মন্ত্রী প্রয়াত শাহজাহান সিরাজের পরিবারের কোনো সদস্য প্রার্থী হতে পারেন এমন আলোচনাও আছে। তার মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন পরে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে তিনি এখনও মাঠে নামেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও