You have reached your daily news limit

Please log in to continue


একাদশ নির্বাচন ছিল সঠিক, দাবি কাবরেরার

আবারও হারের বেদনায় ডুবে গেল বাংলাদেশ ফুটবল দল। কিন্তু কোচ হাভিয়ের কাবরেরা মনে করেন, কোনো ভুল করেননি তিনি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং, চীনের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হেরে গেলেও স্প্যানিশ কোচ দৃঢ়ভাবে বলেছেন, তার একাদশ ছিল একদম সঠিক।

এই ম্যাচের আগেই সমালোচনার ঝড় ওঠে, কেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম, তরুণ ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদকে প্রথম একাদশে রাখা হয়নি? এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্তে প্রশ্ন ওঠা ছিল স্বাভাবিক। কিন্তু ৪০ বছর বয়সী কাবরেরা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের পক্ষে একগাদা যুক্তি সাজান, একফোঁটাও অনুশোচনা প্রকাশ না করে।

নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে এই স্প্যানিশ কোচ বলেন, 'আমার কাছে ম্যাচের সবচেয়ে সুন্দর অংশ ছিল প্রথমার্ধে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবারও বলছি, আমার মতে আমি বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এটি ছিল আমাদের খেলা সেরা ফুটবল। তাই একাদশ ছিল যথাযথ, খেলোয়াড়রাও ভালো খেলেছে।'

'দ্বিতীয়ার্ধে হংকং খুব ভালো দল, তারা কিছু সময় আমাদের উপর প্রভাব বিস্তার করবেই, এটা স্বাভাবিক। বিশেষ করে দ্বিতীয়ার্ধের প্রথম ৩০ মিনিটে তারা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। এরপর বদলি খেলোয়াড়দের নিয়ে পরিস্থিতি বদলে যায়, জামাল দারুণভাবে ফিরে এসেছে। তাই আমি একাদশ নিয়েও, বদলি খেলোয়াড় নিয়েও সন্তুষ্ট,' বলেন কাবরেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন