You have reached your daily news limit

Please log in to continue


গাজা শান্তি চুক্তির পর ট্রাম্প কি নোবেল পুরস্কার পাবেন, যা বলছেন বিশেষজ্ঞরা

ডোনাল্ড ট্রাম্পের মতো নোবেল পুরস্কার পাওয়ার জন্য এতো তৎপরতা ইতিহাসে আর কেউ দেখায়নি। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েই নোবেল পুরস্কারের ওপর নজর দিয়েছেন। এর আগে ইসরাইল–ইরান সংঘাত এবং ভারত–পাকিস্তান সংঘাত বন্ধের জন্য কৃতিত্ব দাবি করে নোবেল পাওয়ার জন্য শোরগোল তোলেন ট্রাম্প। এর মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আমন্ত্রণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে বেশ ভালো আপ্যায়ন করেন তিনি। এরপর পাকিস্তান তাঁর নোবেলের পক্ষে প্রকাশ্যে ওকালতি করে। গত মাসে জাতিসংঘ অধিবেশনে ট্রাম্প বলেন, ‘সবাই বলে আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য।’

নোবেল পুরস্কারের নিয়ম অনুযায়ী, কেউ নিজেকে এর জন্য মনোনয়ন দিতে পারেন না। তবে ট্রাম্পের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কিছু মনোনয়ন তাঁকে বুকমেকারদের তালিকায় শীর্ষে রেখেছে। এখন নরওয়ের পার্লামেন্ট কর্তৃক নিয়োজিত পাঁচ সদস্যের নোবেল কমিটির রুদ্ধদ্বার বৈঠকে তাঁর নাম আসলেই আসে কি না, তা দেখার বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন