বাড়ির ছোট্ট শিশুটি কত–কী বোঝে, জানেন?

প্রথম আলো প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ১৯:২৪

ঘুম, খাওয়াদাওয়া ও বড়দের আদর নিয়েই দিন কাটে বাড়ির ছোট্ট শিশুটির। দেখে মনে হতে পারে, এই বয়সে তারা কিছুই বুঝতে বা করতে পারে না। কিন্তু বিজ্ঞান বলছে উল্টো কথা। সদ্য জন্মানো কিংবা কয়েক মাস বয়সী শিশুরাও এমন অনেক কিছু বোঝে, যার অনেকটাই আমাদের কল্পনার বাইরে। তারা আবেগ বোঝে, এমনকি গানের তালেও সাড়া দেয়।


আবেগ বুঝতে পারে
জন্মের কয়েক মাসের মধ্যেই শিশু খুশি ও দুঃখের মুখভঙ্গি আলাদা করতে পারে। এমনকি এক বছর বয়সের আগেই তারা অন্যের অনুভূতিও বুঝে ফেলে। এক গবেষণায় দেখা গেছে, মাত্র পাঁচ মাস বয়সী শিশুরাও অন্যের কষ্ট অনুভব করতে পারে।


আপনি যদি শিশুর সামনে পোষা প্রাণীকে আদর করেন কিংবা কারও সঙ্গে হাসিমুখে কথা বলেন, তা দেখেই সে ধীরে ধীরে শিখবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও