You have reached your daily news limit

Please log in to continue


ব্যথা কমাতে খেলেন জীবন্ত ব্যাঙ

কোমরের ব্যথা কমাতে এক বৃদ্ধার কাণ্ড চীনের বাসিন্দাদের চোখ কপালে তুলে দিয়েছে। চীনের ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা ওই নারীর নাম ঝ্যাং। তাঁর পুরো নাম প্রকাশ করা হয়নি।

এই বৃদ্ধার বয়স ৮২ বছর। এই বয়সে কমবেশি সবাই নানা রোগে আক্রান্ত হন, শরীরে ব্যথা-বেদনা হয়। ঝ্যাংও কোমরের ব্যথায় আক্রান্ত, তাঁর মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে। এ কারণে কোমরের নিচে প্রচণ্ড ব্যথায় তাঁর জন্য দিন দিন হাঁটাচলাই দায় হয়ে পড়ছিল।

একদিন কারও কাছ থেকে ঝ্যাং শুনতে পান, জীবন্ত ব্যাঙ গিলে খেলে শরীরের ব্যথা কমে। যন্ত্রণাকাতর এই বৃদ্ধা অন্ধবিশ্বাস থেকে পরিবারের সদস্যদের তাঁকে ব্যাঙ ধরে দিতে বলেন। কেন তিনি জীবন্ত ব্যাঙ ধরে দিতে বলেছেন, তা গোপন করে যান।

এরপর এই চীনা নারী প্রথম দিন তিনটি এবং পরদিন আরও পাঁচটি ছোট ছোট জীবন্ত ব্যাঙ গিলে খেয়ে ফেলেন। প্রথমে পেটে খানিকটা অস্বস্তি হচ্ছিল। কয়েক দিন পর পেটে তীব্র ব্যথা শুরু হয়।

ব্যথা যখন সহ্যের বাইরে চলে যায়, তখন ঝ্যাং পরিবারকে জীবন্ত ব্যাঙ খাওয়ার কথা জানান। মাকে নিয়ে হাসপাতালে ছোটেন তাঁর ছেলে।

চোখ কপালে তোলা এই কাণ্ড ঘটেছে গত মাসের শুরুর দিকে। মাকে হাসপাতালে নিয়ে তাঁর ছেলে চিকিৎসকদের বলেন, ‘আমার মা আটটি জীবন্ত ব্যাঙ খেয়ে ফেলেছেন। প্রচণ্ড ব্যথায় এখন তিনি হাঁটতেও পারছেন না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন