You have reached your daily news limit

Please log in to continue


সফল হতে চান? রাতে এই কাজগুলো করুন

সকালের অভ্যাস আপনার দিনটিকে ইতিবাচকভাবে শুরু করতে এবং সঠিক উপায়ে রূপ দিতে সাহায্য করে, বিছানায় যাওয়ার ঠিক আগে আপনার সন্ধ্যার অভ্যাসও গুরুত্বপূর্ণ। দিনের শেষটা আপনি কীভাবে করছেন, সেটি কিন্তু পরের দিনটির ওপর প্রভাব ফেলে। বেশিরভাগ মানুষ তাদের ফোন স্ক্রোল করে বা অনবরত শো দেখে সময় কাটান, অত্যন্ত সফল ব্যক্তিরা তাদের সন্ধ্যাকে আগামীকালের জন্য প্রস্তুতি নিতে ব্যবহার করেন। তাদের রাতের রুটিন জটিল নয়। কিছু সহজ কিন্তু কার্যকরী সন্ধ্যার অভ্যাস সম্পর্কে জেনে নিন, যা সবচেয়ে সফল ব্যক্তিরা অনুসরণ করেন-

পরের দিনের জন্য পরিকল্পনা

ঘুমানোর আগে ফোনে স্ক্রলিং করার পরিবর্তে, সফল ব্যক্তিরা পরের দিনের অগ্রাধিকারগুলো সাজানো জন্য প্রতি রাতে ১০-১৫ মিনিট সময় বের করেন। হতে পারে তা তাদের লক্ষ্য নির্ধারণ করা, গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করা, কী পরবেন তা নির্ধারণ করা বা খাবার প্রস্তুত করা। এই অভ্যাস তাদের মনকে বিশৃঙ্খলা এবং উদ্বেগ থেকে মুক্ত করতে সাহায্য করে। তারা ঠিক কী করা দরকার তা জেনে ঘুম থেকে ওঠে। এটি তাদের সিদ্ধান্ত নেওয়ার ধকল এড়াতে সাহায্য করে। ফলে সকালের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয় না।

দিনটি নিয়ে চিন্তা করে এবং ভুল থেকে শিক্ষা নেয়

দিন শেষ করার আগে সফল ব্যক্তিরা কী ভালো হয়েছে এবং কী হয়নি তা নিয়ে চিন্তা করার জন্য কিছু সময় নেয়। তারা ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য দিনটি পর্যালোচনা করে, ফলে ভবিষ্যতে সেগুলো এড়াতে পারে। এই আত্ম-সচেতনতা তাদের সামান্য অগ্রগতি উদযাপন করতে এবং ভুল থেকে শিখতে সাহায্য করে, এইভাবে ক্রমাগত উন্নতি করে এবং আরও ভালো মানুষ হয়ে ওঠে।

প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়

ঘুমানোর ঠিক আগে ইমেল বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করার অভ্যাস মস্তিষ্ককে অতিরিক্ত উদ্দীপিত করতে পারে এবং ঘুমের চক্রকে ব্যাহত করে। এই কারণেই সফল ব্যক্তিরা ঘুমানোর কমপক্ষে এক ঘণ্টা আগে তাদের ফোন বা অন্যান্য গ্যাজেট ব্যবহার এড়িয়ে চলার অভ্যাস করে। তারা এই সময়টিকে নিজেকে প্রশান্ত করার জন্য ব্যবহার করে। এসময় তারা বই পড়া, মেডিটেশন করা, জার্নাল লেখা বা পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর মতো অভ্যাস বজায় রাখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন