‘সাশ্রয়ী’ দামে নতুন দুটি গাড়ি উন্মোচন করল টেসলা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ১৪:০৮

সবচেয়ে বেশি বিক্রি হওয়া দুটি গাড়ির ‘সাশ্রয়ী’ সংস্করণ বাজারে এনেছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলা।


‘মডেল ওয়াই এসইউভি’ ও ‘মডেল ৩ সেডান’ নামের দুটি গাড়ির দাম যথাক্রমে ৩৯ হাজার ৯৯০ ডলার ও ৩৬ হাজার ৯৯০ ডলার। তবে অনেকে বলছেন, এত বেশি দামে গাড়ি কেনার জন্য নতুন ক্রেতা আকৃষ্ট করা কোম্পানিটির জন্য কঠিন হবে।


গত বছর এসব গাড়িকে আরও বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছানোর উপায় হিসেবে তুলে ধরেছিলেন টেসলার সিইও ইলন মাস্ক। তিনি বলেছিলেন, বিভিন্ন প্রণোদনা বা ছাড়ের পর গাড়িটির দাম যদি ৩০ হাজার ডলারের নিচে রাখা যায়, তবে সেটিই হবে মূল বিষয়।


রয়টার্স লিখেছে, ইউরোপ ও চীনে বাড়তে থাকা ইভির প্রতিযোগিতা এবং সাড়ে ৭ হাজার ডলারের মার্কিন কর-ছাড় সুবিধা হারানোর পর নিজেদের পুরানো মডেলের বিভিন্ন গাড়ির বিক্রি কমে যাওয়া পুনরুদ্ধারের চেষ্টা করছে টেসলা। নতুন এসব গাড়িতে কিছু প্রিমিয়াম নকশা ও ফিচার বাদ দিয়েছে কোম্পানিটি। তবে এগুলোর ড্রাইভিং রেঞ্জ প্রায় ৪৮০ কিলোমিটারের বেশি।


এদিকে, টেসলার শেয়ারের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে লেনদেন শেষ হয়েছে। ‘ওয়েডবুশ’-এর বিশ্লেষক ড্যান আইভস বলেছেন, তিনি হতাশ যে, টেসলার নতুন গাড়ি দুটির দাম আগের মডেলগুলোর পরবর্তী সংস্করণের তুলনায় কেবল ৫ হাজার ডলার কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও