
বেশি রাত করে খাবার খেলে যেসব বিপদ ঘটে শরীরে!
আপনার গভীর রাতে ডিনার দু-একদিন অনিয়ম হতে পারে। কিন্তু প্রতিদিন এ অভ্যাস থাকলে তা জটিল সমস্যা সৃষ্টি করবে। দিনের পর দিন অনেক রাত করে খাবার খেলে তার অনেক প্রভাবই শরীরের ওপর পড়বে।
চলুন জেনে নেওয়া যাক, বেশি রাত করে খাবার খেলে আপনার শরীরে যেসব সমস্যা দেখা দিতে পারে—
প্রথমত পেটে চিনচিনে ব্যথা অনুভব করতে পারেন আপনি। যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তাদের তো বটেই, হার্টের সমস্যা এড়াতে চাইলেও রাত করে খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে।
দ্বিতীয়ত বেশি রাত করে খাবার খেলে শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহজনিত সমস্য বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে হৃদযন্ত্র বা হার্টের ওপর। আর বদহজমের সমস্যাও দেখা দেবে। বদহজম হলে তার সঙ্গে সঙ্গে এসিডিটি, গ্যাস, পেট আইঢাই করা—এসব অসুবিধাও দেখা দেবে শরীরে।
তৃতীয়ত হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ফেল—এসব সমস্যা দেখা দিতে পারে তীব্রভাবে।
চতুর্থত দেরি করে খাবার খেলে এবং লাগাতার এ অভ্যাস বজায় থাকলে তীব্র এসিডিটির সমস্যায় ভুগতে পারেন আপনি। রাত বাড়লেই এসিডিটি হওয়ার প্রবণতা বাড়বে। গলা জ্বালাপোড়া করতে পারে। আর শরীরে অন্যান্য অনেক অস্বস্তিই অনুভূত হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- রাতের খাবার