
হঠাৎ বৃষ্টিতে ফোন ল্যাপটপ ভিজে গেলে যা করবেন
স্মার্টফোনে আবহাওয়ার আপডেট দেখেই বের হলেন, ঝলমলে রৌদ্রজ্জ্বল থাকবে দিনটি। কিন্তু অফিসের জন্য বের হয়েই পড়লেন ঝুম বৃষ্টিতে। নিজেতো কাক ভেজা হলেনই সঙ্গে থাকা স্মার্টফোন, ল্যাপটপ ভিজে একাকার। পানিতে ভিজে ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে।
যদি আপনার ফোন বা ল্যাপটপ ভিজে যায়, তাহলে অবিলম্বে এটি বন্ধ করুন। এটি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। পরিবর্তে একটি পরিষ্কার এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিন। চাল বা সিলিকা জেল প্যাকেট দিয়ে ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখুন।
ল্যাপটপের ক্ষেত্রে
>> যদি আপনার ল্যাপটপের ব্যাটারি অপসারণযোগ্য হয়, তবে তা খুলে ফেলুন। পাশাপাশি হার্ডডিস্ক, র্যাম ও অন্যান্য খোলা অংশগুলো সতর্কতার সঙ্গে খুলে আলাদা রাখুন।
>> ল্যাপটপের বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশে যতটা সম্ভব পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ভেতরে পানি প্রবেশ করে থাকলে তা পরিষ্কারভাবে লক্ষ্য করুন।
>> ল্যাপটপটিকে উল্টো করে, অর্থাৎ কীবোর্ড নিচে এবং স্ক্রিন ওপরে রেখে এমনভাবে রাখুন যাতে ভেতরের পানি বের হয়ে আসতে পারে। একটি শুকনো, বায়ুচলাচলযুক্ত স্থানে রাখাই উত্তম।
ফোনের ক্ষেত্রে
>> প্রথমেই আপনার ফোন বন্ধ করে দিন। ফলে ফোনের ভেতরে শর্ট সার্কিটের কারণে তা খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে। ফোনের ভেতরে পানি ঢুকে যাওয়ার আগেই যদি তা বন্ধ করে দিতে পারেন তবে আপনার ফোন সুরক্ষিত থাকার সম্ভাবনা আরও কয়েক গুণ বেশি।
>> এরপর ফোনটিকে ভালো করে মুছে শুকিয়ে নিন। ভুলেও হেয়ার ড্রায়ার বা মাইক্রো ওভেনে দেবেন না।
>> ফোনে যদি ব্যাটারি খোলার সুবিধা থাকে তবে ফোনের ব্যাটারি দ্রুত খুলে ফেলুন। ভালো করে মুছে নিন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ল্যাপটপ
- মোবাইল ভিজে গেলে