You have reached your daily news limit

Please log in to continue


এই ১০ লক্ষণেই বুঝবেন, আপনি পেয়েছেন এক অসাধারণ স্বামী

জীবনসঙ্গী বেছে নেওয়া সহজ নয়। কেউ চায় ভালোবাসা, কেউ স্থিতি, কেউ বোঝাপড়া। কিন্তু সত্যিকারের সম্পর্ক তখনই সুন্দর হয়, যখন দুজন ব্যক্তি পরস্পরের পাশে থাকে—সম্মানে, যত্নে, ভালোবাসায়। যদি আপনার স্বামীর মধ্যে এসব গুণের কিছুটা বা বেশির ভাগই থাকে, তাহলে নিশ্চিন্তে ধরে নেওয়া যায় আপনি পেয়েছেন একজন অসাধারণ মানুষ।

১. তিনি ভালোবাসার কথা বলেন

ভালোবাসা শুধু অনুভব নয়, প্রকাশও জরুরি। যদি আপনার স্বামী প্রায়ই বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি’, তাহলে সেটা তাঁর আন্তরিকতারই প্রকাশ। তিনি চান আপনি জানুন, আপনিই তাঁর জীবনের সবচেয়ে প্রিয় মানুষ।

২. তিনি সব সিদ্ধান্তে পাশে থাকেন

আপনার কাজ, স্বপ্ন বা সিদ্ধান্তে যদি তিনি পাশে থাকেন, ধরে নেবেন তিনি আপনাকে বোঝেন এবং আপনার প্রতি শ্রদ্ধাশীল। আপনি মুখ ফুটে কিছু না বললেও আপনার মন খারাপ হলে তিনি টের পান, আর এটাই সত্যিকারের যত্ন।

৩. তিনি মন দিয়ে শোনেন

অনেকে কান দিয়ে শুনলেও মন দিয়ে শোনেন না। কিন্তু যদি আপনার স্বামী মনোযোগ দিয়ে আপনার কথা শোনেন, পরামর্শ দেন, সমাধান খোঁজেন, তাহলে বুঝবেন, তিনি শুধু সঙ্গী নন, নির্ভরযোগ্য বন্ধু।

৪. তিনি আপনাকে সম্মান করেন

একজন ভালো স্বামী স্ত্রীকে নিজের সমান মর্যাদা দেন। যদি তিনি আপনার মতামতকে গুরুত্ব দেন, সীমারেখা মানেন এবং আপনাকে মানুষ হিসেবে মূল্যায়ন করেন, তবে সম্পর্কটা সঠিক জায়গায় আছে।

৫. তিনি আপনার ভেতরের সৌন্দর্যও দেখেন

ওজন, বয়স বা চেহারার পরিবর্তন যা–ই হোক, যদি তাঁর চোখে আপনি আগের মতোই প্রিয় থাকেন, তাহলে জানবেন, তিনি শুধু আপনাকে নয়, আপনার ভেতরের মানুষটাকেও ভালোবাসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন