You have reached your daily news limit

Please log in to continue


স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৬৯০৫ টাকা

তিন দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। সেখান থেকে পাঁচ দফা বেড়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ বুধবার (৮ অক্টোবর) রাত ৯টায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ভাল মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ছয় হাজার ৯০৬ টাকা বেড়ে দুই লাখ ৯ হাজার ১০১ টাকায় বেচাকেনা হবে। 

নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৭১ হাজার ৮৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৪২ হাজার ৩০১ টাকা।

যেখানে আজ বুধবার (৮ অক্টোবর) প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ দুই হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৩ হাজার চার টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩৭ হাজার ৪৭২ টাকায় বিক্রি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন