You have reached your daily news limit

Please log in to continue


রসায়নের নিয়ম ‘নতুন করে লিখে’ তিন বিজ্ঞানীর নোবেল

‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ এর উন্নয়ন ঘটিয়ে রসায়নের নিয়ম ‘নতুন করে লিখে’ তিন বিজ্ঞানী পাচ্ছেন চলতি বছরের রসায়নের নোবেল।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এ পুরস্কারের জন্য জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াগির নাম ঘোষণা করে।

নোবেল পুরস্কারের এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার তারা সমানভাবে ভাগ করে নেবেন।


এমন এক ধরনের আণবিক কাঠামো তারা তৈরি করেছেন, যার ভেতরে রয়েছে বিশাল ফাঁকা স্থান, যার মধ্য দিয়ে গ্যাস ও অন্যান্য রাসায়নিক প্রবাহিত হতে পারে। এই গঠনগুলোকে বলা হয় মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক। নোবেল কমিটির ভাষায়, তাদের কাজ রসায়নের ব্যাকরণ ‘নতুন করে লেখার’ সমতুল্য।

এ ধরনের রাসায়নিক কাঠামোর মাধ্যমে মরুভূমির বাতাস থেকে পানি আহরণ করা যায়, কার্বন ডাই-অক্সাইড শোষণ করা যায়, বিষাক্ত গ্যাস সংরক্ষণ করা যায় কিংবা রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করা সম্ভব।

নোবেল কমিটি বলছে, এই তিন নোবেলজয়ীর যুগান্তকারী আবিষ্কারের পর রসায়নবিদরা হাজার হাজার ভিন্ন ধরনের মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক করেছেন, যেগুলো মানবজাতির বড় কিছু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন