You have reached your daily news limit

Please log in to continue


এবার ন্যানো বানানা আসছে গুগল লেন্স ও সার্কেল টু সার্চে

গুগলের এআই দুনিয়ায় নতুন সংযোজন হিসেবে ‘ন্যানো বানানা’ দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে। গুগল এখন ন্যানো বানানায় আরও বেশি ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে। এখন শুধু সার্চ এআই মোডেই নয়, ‘গুগল লেন্স’ এবং ‘সার্কেল টু সার্চ’ ফিচারেও যুক্ত হতে যাচ্ছে ফিচারটি।

গত কয়েক সপ্তাহ ধরে ন্যানো বানানা নিয়ে ব্যাপক আলোচনা চলছে, কারণ এটি গুগলের অন্যান্য এআই টুলের তুলনায় অনেক বেশি সৃজনশীল ও কার্যকরী ফলাফল দিতে পারছে। যদিও কিছু ক্ষেত্রে এর অ্যাসপেক্ট রেশিও সামলাতে সামান্য সমস্যা দেখা গেছে, তবুও টুলটি ব্যবহারকারীদের কাছে দারুণ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড অথরিটি লিখেছে, যদিও এখনই সাধারণ ব্যবহারকারীরা এসব পরিবর্তন দেখতে পাবেন না তবুও ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে থাকা ফিচারগুলোর প্রিভিউ পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন