
সোনার দামে সর্বোচ্চ রেকর্ড, আউন্সপ্রতি ছাড়াল ৪০০০ ডলার
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ইতিহাস গড়ে আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়িয়েছে। আজ বুধবার এই রেকর্ড তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ আশ্রয় খুঁজতে বিনিয়োগকারীরা সোনায় ঝুঁকছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ শিগগির সুদের হার কমাবে, এমন প্রত্যাশাও সোনার দামে জোয়ার তুলেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৪২ মিনিটে স্পট গোল্ড তথা তাৎক্ষণিকভাবে খোলাবাজারে বিক্রি হওয়া সোনার দাম দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ১৭ দশমিক ১৬ ডলার, যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৯ শতাংশ বেশি। ডিসেম্বরে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের ফিউচার (যেসব সোনার ব্যাপারে এখন চুক্তি হবে, কিন্তু ভবিষ্যতে সরবরাহ করা হবে) চুক্তিতেও দাম বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৪০ ডলারে পৌঁছেছে।
সোনাকে বরাবরই অস্থির সময়ে নিরাপদ সম্পদ মনে করা হয়। চলতি বছর সেটি আরও স্পষ্ট হয়েছে। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৫৩ শতাংশ। গত বছরও এর দাম বেড়েছিল ২৭ শতাংশ। বিশ্লেষকেরা বলছেন, এত দ্রুত ও ধারাবাহিক বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের মধ্যে এখন আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছোঁয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।