ইন্সটাগ্রাম স্টোরি আর রিলস সহজে ডাউনলোড করতে চান? আমরা জানি আপনারা অনেকেই ইন্সটাগ্রাম স্টোরি বা রিলস ডাউনলোড করার চেষ্টা করেছেন। তবে ইন্সটাগ্রাম নিজে থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করার কোনো সুবিধা দেয় না।
আজ আপনাকে জানাবো কিভাবে Snaptube ব্যবহার করে খুব সহজে ও দ্রুত আপনার পছন্দের ইন্সটাগ্রাম স্টোরি আর রিলস সেভ করে রাখবেন। জানতে পারবেন কিভাবে সবচেয়ে সহজে এই ভিডিওগুলো আপনার ফোন বা কম্পিউটারে সেভ করবেন।
কেন ইন্সটাগ্রাম স্টোরি ও রিলস ডাউনলোড করবেন?
ইন্সটাগ্রাম স্টোরি ও রিলসে থাকে নানা মজার, বিনোদনমূলক, আকর্ষণীয় এবং মাঝে মাঝে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এগুলো সেভ করে রাখার বেশ কিছু ভালো কারণ আছে-
- মজার বা অনুপ্রেরণামূলক ভিডিও যেগুলো আপনি বারবার দেখতে চান।
- নতুন শেখা টিউটোরিয়াল বা রান্নার রেসিপি যেগুলো পরে কাজে লাগবে।
- বন্ধু-পরিবারের সাথে কাটানো বিশেষ মুহূর্তগুলো সংরক্ষণ করা।
- স্টোরি মাত্র ২৪ ঘণ্টা থাকে, আর রিলস যে কোনো সময় মুছে যেতে পারে।
- যাতে ইন্টারনেট ছাড়াও পরে দেখা যায়।
- যারা ইন্সটাগ্রাম ব্যবহার করে না, তাদের সাথেও সহজে শেয়ার করা যায়।