এখন থেকে চ্যাটজিপিটি অ্যাপেই স্পটিফাই, ক্যানভা ও অন্যান্য অ্যাপ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
সোমবার ‘ডেভডে’ ইভেন্টে নতুন এ ফিচারটির ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এমনটি কোম্পানির নতুন ‘অ্যাপস এসডিকে’র মাধ্যমে সম্ভব হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
চ্যাটজিপিটি কিছু নির্দিষ্ট অ্যাপের সঙ্গে মিলে কাজ করছে এবং ভবিষ্যতে এতে আরও অ্যাপ যোগ হবে। পাশাপাশি নতুন এক নিয়মও তৈরি করছে ওপেনএআই, যেখানে নিজেদের তৈরি অ্যাপ চ্যাটজিপিটিতে যোগ করে আয়ের সুযোগ পাবেন ডেভেলপাররা।