
তিন ধরনের দাগ তুলতে বেইকিং সোডা
বেইকিং সোডা রান্নাঘরের পরিচিত একটি নাম। কেক, বিস্কুট বা পিঠা বানাতে যেমন এটি অপরিহার্য, ঠিক তেমনই এটি ঘরের পরিচ্ছন্নতায়ও সহায়ক উপাদান।
এই এক উপাদান দিয়েই ঘরের তিনটি সাধারণ ও বিরক্তিকর দাগ সহজেই দূর করা যায়।
বেইকিং সোডা শুধু সাশ্রয়ী নয়, এটি পরিবেশবান্ধবও। এতে ক্ষতিকর রাসায়নিক নেই। তাই নিরাপদে ব্যবহার করা যায় বাড়ির বিভিন্ন জিনিসে।
দেয়ালের দাগ দূর করতে বেইকিং সোডা
ঘরের দেয়াল ও বেজবোর্ডে দাগ পড়া খুব স্বাভাবিক। বিশেষ করে যেসব জায়গায় চলাফেরা বেশি হয়, যেমন- ড্রয়িংরুম, করিডর বা প্রবেশপথ।
মার্কিন প্রতিষ্ঠান ‘আর্ম অ্যান্ড হ্যামার’–এর বিশেষজ্ঞরা রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে পরামর্শ দিয়েছেন, “এই ক্ষেত্রে বেইকিং সোডা ব্যবহার করলে রং নষ্ট না করেই দাগ তুলতে পারবেন।”
মেঝের স্ক্র্যাচ বা জুতার দাগ তুলতে
টাইলস বা কাঠের মেঝেতে জুতার দাগ বা হালকা আঁচড় খুবই সাধারণ সমস্যা। এগুলো দেখতে যেমন খারাপ লাগে, তেমনি তুলতেও ঝামেলা হয়।
‘আর্ম অ্যান্ড হ্যামার’–এর পরামর্শ অনুযায়ী, বেইকিং সোডা এই ধরনের দাগ দূর করতে খুব কার্যকর।
বাসনের আঁচড় বা ধাতব দাগ তুলতে
প্রতিদিনের ব্যবহার করা প্লেট বা বাটিতে কখনও কখনও ধাতব চামচ বা কাঁটা-চামচের কারণে কালচে বা রুপালি আঁচড় পড়ে। দেখতে মনে হয়, যেন কেউ আঁকিবুঁকি করেছে। তবে এগুলো স্থায়ী দাগ নয়।
যুক্তরাষ্ট্রের গৃহস্থালির টিপস বিশেষজ্ঞ লেসলি করোনা বলেন, “এই দাগ আসলে ধাতব জমাট পদার্থ, যা বেইকিং সোডার সাহায্যে সহজেই পরিষ্কার করা যায়।”
- ট্যাগ:
- লাইফ
- বেকিং সোডা
- দাগ দূর