
ইসরায়েল ১২০০, ফিলিস্তিন ৬৭০০০
গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘাত যদি একটি ক্রীড়া হতো, তাহলে স্কোরকার্ডটি এই লেখার শিরোনামের মতই দেখাত। আজ থেকে ঠিক দুই বছর আগে, 'দুর্ভেদ্য' ইসরায়েলে ঢুকে পড়ে একদল হামাস যোদ্ধা। ইসরায়েলের ভাষায়, এই 'অসভ্য ও বর্বর', 'পশুসম' বাহিনীর হাতে নিহত হন এক হাজার ২০০ মানুষ। সেখান থেকেই শুরু 'গাজা যুদ্ধ'।
প্রতিশোধের নেশায় মত্ত ইসরায়েলিদের আবেগকে কাজে লাগিয়ে এক ভয়াবহতম আগ্রাসন শুরু করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরের দুই বছরে ইসরায়েলি সেনাদের নিরবচ্ছিন্ন, নির্মম ও নির্দয় হামলায় একে একে ঝরেছে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা এক লাখ ৭০ হাজারেরও বেশি। অনেকে চিরতরে পঙ্গু।
সন্ত্রাসী সন্দেহে বেসামরিক জনগোষ্ঠীর ওপর এ ধরনের নির্বিচার হামলার নজির আধুনিক বিশ্বে নেই বললেই চলে। যুদ্ধের এক পর্যায়ে ইসরায়েল দাবি করে, 'প্রতি তিন নিহত ফিলিস্তিনির মধ্যে দুই জনই হামাস সদস্য।'