বিশ্বের সবচেয়ে দামি ১০ গাড়ি কোনগুলো

প্রথম আলো প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ১৪:১৫

বিলাসবহুল গাড়ি কেবল যাতায়াতের মাধ্যম নয়—এগুলো সম্পদ, ক্ষমতা, মর্যাদা ও নৈপুণ্যেরও প্রতীক। এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়িগুলো আধুনিক অটোমোবাইল প্রকৌশলের উৎকৃষ্ট উদাহরণ। যেমন নতুন প্রযুক্তি, নিখুঁত কারুশিল্পের সমন্বয় ঘটেছে এসব গাড়িতে।


কিন্তু এসব গাড়ি কেন এত ব্যয়বহুল। এর রহস্য লুকিয়ে আছে তাদের অনন্য নকশা, সীমিত উৎপাদন ও আধুনিক উপকরণে। এসব কারণে এই গাড়িগুলোর প্রতি মানুষের তীব্র আকর্ষণ। এসব গাড়ি তৈরি হয় ধনকুবের অভিজাতদের জন্য। তাঁরা এসব গাড়ি কেবল মর্যাদার প্রতীক নয়, বিনিয়োগ হিসেবেও দেখেন। সূত্র মিডল ইস্ট ইকোনমি।


এই বিপুল দামের কারণ হিসেবে বিশ্লেষকেরা মনে করেন, সীমিত উৎপাদন ও অতুলনীয় কারিগরি। গাড়ির অভ্যন্তরে অতুলনীয় কারুকাজ, মূল্যবান ধাতুর ব্যবহার ও বিশেষায়িত নকশায় তৈরি এসব গাড়ি ধনীদের মর্যাদার প্রতীক। রোলস–রয়েস ও বুগাতির মতো ব্র্যান্ড বিলাস ও নৈপুণ্যের অনন্য মিশেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও