আমরা প্রায় সময়ই ফোন চার্জ করি ঘুমাতে যাওয়ার আগে। তারপর ঘুম থেকে উঠে দেখি ফোনটি শতভাগ চার্জ হয়ে গেছে। আবার আমরা অনেকে দিনের বেলা ফোনের ব্যাটারি আইকনে লাল দাগ দেখতে পছন্দ করি না। ফলে আগের রাতে কিংবা সকালে শতভাগ চার্জ করে বাসা থেকে বের হই। কেউ কেউ গাড়ি কিংবা অফিসের ডেস্কে কাজ করার সময়ও পাওয়ার ব্যাংক ব্যবহার করে ফোনে চার্জ দিতে থাকেন।
দুর্ভাগ্যবশত, ফোন শতভাগ চার্জ দিয়ে পূর্ণ করে রাখার এই প্রচেষ্টা আপনার ফোনের কোনো উপকার তো করেই না; বরং ক্ষতি করে।
শতভাগ চার্জ করা কেন ক্ষতিকর
মূল কারণটি হলো তাপমাত্রা। নতুন স্মার্টফোনগুলোয় অতিরিক্ত চার্জিং প্রতিরোধের জন্য বেকড–ইন সেফটি ব্যবস্থা থাকে। তবুও ব্যাটারিটি সব সময় শতভাগ চার্জে পূর্ণ থাকলে অপ্রয়োজনীয় তাপ উৎপন্ন হয়।