
স্ন্যাপচ্যাটে এখন ছবি-ভিডিও সংরক্ষণে গুনতে হবে অর্থ
বণিক বার্তা
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ১০:২৭
স্ন্যাপচ্যাটে এবার ছবি ভিডিও সংরক্ষণ করতে দিতে হবে অর্থ। প্রায় এক দশক ধরে ফ্রি থাকা মেমরিজ ফিচারটির জন্য পেইড সংস্করণ চালু করছে স্ন্যাপচ্যাট। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি জানিয়েছে, এখন থেকে মেমরিজে বিনামূল্যে ৫ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা পাওয়া যাবে।
ব্যবহারকারীরা এ সীমার বেশি ডাটা সংরক্ষণ করতে চাইলে নতুন মেমরি স্টোরেজ প্ল্যানে সাবস্ক্রাইব করতে হবে। মেমরিজ ফিচার চালুর সময় এর জনপ্রিয়তা এত হবে বলে কল্পনা করেনি স্ন্যাপচ্যাট। বর্তমানে ব্যবহারকারীরা এক ট্রিলিয়নেরও বেশি স্মৃতি সংরক্ষণ করেছেন এখানে। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস