মস্তিষ্ক, অস্থিমজ্জায়ও মাইক্রোপ্লাস্টিক, ঘোরতর বিপদের সতর্কবার্তা বিজ্ঞানীদের

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ১৭:০২

মাইক্রোপ্লাস্টিক এখন এতটাই ছড়িয়ে পড়েছে যে আমরা তা খাচ্ছি, পান করছি আর নিশ্বাসের সঙ্গে টানছি। ফলে এগুলো আমাদের মল, প্লাসেন্টা, প্রজনন অঙ্গ এমনকি মস্তিষ্কেও পাওয়া যাচ্ছে। এবার জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি পাঁচ মিলিমিটারের চেয়েও ছোট আকারের কণা আমাদের হাড়ের ভেতরে গভীর পর্যন্ত পৌঁছে গেছে।


বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স অ্যালার্ট জানিয়েছে, নতুন এক পর্যালোচনা গবেষণায় ৬২টি পুরোনো গবেষণার ভিত্তিতে বলা হচ্ছে, মাইক্রোপ্লাস্টিক ও আরও ক্ষুদ্র ন্যানো প্লাস্টিক আমাদের কঙ্কাল স্বাস্থ্যে নানা ধরনের প্রভাব ফেলছে। এই পর্যালোচনা গবেষণা প্রকাশিত হয়েছে স্প্রিঙ্গার জার্নালে।


এ বিষয়ে ব্রাজিলের স্টেট ইউনিভার্সিটি অব কাম্পিনাসের চিকিৎসাবিজ্ঞানী রদ্রিগো বুয়েনো দে অলিভেইরা বলেন, ‘এক উল্লেখযোগ্য গবেষণার ফলাফল দেখাচ্ছে যে মাইক্রোপ্লাস্টিক হাড়ের টিস্যুর গভীরে, যেমন অস্থিমজ্জায় পৌঁছে যেতে পারে এবং এর বিপাক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে।’


মানুষের ওপর পরিচালিত কিছু গবেষণায় দেখা গেছে, খাবারের মাধ্যমে শরীরে প্রবেশের পর রক্তের সাহায্যে এই প্লাস্টিকের অবশিষ্টাংশ হাড়ের টিস্যুতে জমা হচ্ছে। প্রাণীর শরীরে করা গবেষণায় দেখা গেছে, এগুলো হাড়ের বৃদ্ধি কমিয়ে দেয়। পাশাপাশি হাড়ের বৃদ্ধি ও মেরামতে সাহায্যকারী অস্টিওক্লাস্ট কোষের কাজ ব্যাহত হয় এর ফলে। এতে হাড় দুর্বল হয়ে পড়ে, বিকৃত বা ভেঙে যাওয়ার ঝুঁকিও বেড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও