ভারত থেকে আমদানি বাড়াবে রাশিয়া, ট্রাম্পের পাল্টা শুল্কের ফল

প্রথম আলো প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ১৪:৩২

ভারত-রাশিয়া বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হতে যাচ্ছে। দুই দেশের মধ্যকার বাণিজ্যে ভারসাম্য আনার উদ্যোগ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


বাণিজ্যঘাটতি কমাতে নতুন কৌশল তৈরির নির্দেশ দিয়েছেন পুতিন। এর অংশ হিসেবে রাশিয়া ভারত থেকে আরও বেশি কৃষিপণ্য ও ওষুধ আমদানির পরিকল্পনা করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনছে ভারত। এতে দুই দেশের বাণিজ্যবৈষম্য বেড়েছে। তা দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার


আগামী ডিসেম্বর মাসের শুরুতে ভারত সফর করবেন ভ্লাদিমির পুতিন। তার কয়েক মাস আগেই এ রকম ঘোষণা এল। সেই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বার্ষিক শীর্ষ বৈঠক হওয়ার কথা পুতিনের। ঘটনাটি গুরুত্বপূর্ণ, কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘটনায় ভূরাজনীতি নতুন মোড় নিচ্ছে। এই ৫০ শতাংশ শুল্কের ২৫ শতাংশ আমদানি শুল্ক, বাকি ২৫ শতাংশ শুল্ক রুশ তেল আমদানির শাস্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও