
ভারতে অসুস্থ হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার, একজন হাসপাতালে ভর্তি
প্রথম আলো
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ১৪:৩১
ভারত সফরে থাকা অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, অস্ট্রেলিয়া দলের অধিনায়ক জ্যাক এডওয়ার্ডসহ দলের চার ক্রিকেটার পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন।
সবচেয়ে বেশি ভুগেছেন পেস বোলার হেনরি থরন্টন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কানপুরের রিজেন্সি হাসপাতালে ভর্তি করা হয়। বাকি তিন খেলোয়াড় নিয়মিত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র পান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে, থরন্টনকে দুই দিন হাসপাতালে থাকতে হয়েছে। ইন্ডিয়া টুডে দলের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হোটেলের খাবার থেকে সংক্রমণ হতে পারে। তবে হাসপাতাল বা টিম ম্যানেজমেন্ট কেউই আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।