
লক্ষ্মীপুর-নোয়াখালীর উপকূলে যেমন চলছে সরকারি ব্রডব্যান্ড সেবা
মেঘনার কোলঘেঁষা চর পোড়াগাছায় এখন বর্ষার থৈ থৈ জল; উপকূলীয় এ জনপদে জলপথ মাড়িয়েই যেতে হয় স্বাস্থ্য কেন্দ্রে।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার এ পোড়াগাছায় রয়েছে একটি দ্বিতল কমিউনিটি ক্লিনিক। নিচতলা ফাঁকা রেখেই বানানো এ স্বাস্থ্যকেন্দ্রের নিম্নভাগ ডুবে আছে আশ্বিনেও। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখা গেল, দোতলার কয়েকটি কক্ষে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
প্রতিদিন পোড়াগাছা গ্রামের প্রায় একশ মানুষ স্বাস্থ্যসেবা নিতে আসেন এই আব্দুল মালেক কমিউনিটি ক্লিনিকে। সাধারণ জ্বর, সর্দি-কাশি, পোড়া-কাটার রোগীরা এলে সাধ্যমত সেবা দেন কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার নাছিমা আক্তার।
কমিউনিটি ক্লিনিকের যে পরিধি, সে অনুযায়ী তিনি ওষুধ দিয়ে দেন। প্রয়োজন মনে করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উচ্চতর পর্যায়ে রেফার করেন।
নাছিমাকে প্রতিদিনের কাজ শেষে জাতীয় কমিউনিটি হেলথ ইনফরমেশন সিস্টেম অব বাংলাদেশে তথ্য দিতে হয়, এজন্য আছে সরকারি ল্যাপটপ ও মোবাইল ফোনও।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইন্টারনেট সেবা