বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে এই দেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (৪ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার আগ বিক্রমহাটিতে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এদিন ওই স্কুল মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রামের উদ্বোধন করা হয়।