চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি চললেও থেমে নেই কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার।
নান ধরনের প্রচারপত্র নিয়ে প্রার্থীরা ছুটে যাচ্ছেন শিক্ষার্থীদের কাছে। কার প্রচারপত্র কতটা আকর্ষণীয়, সেটাও নজর রাখছেন শিক্ষার্থীরা। কেউ কেউ প্রচারপত্র সংগ্রহও করছেন।
প্রার্থীদের নানা রকম প্রচারপত্রের মধ্যে নিজের চুলের খোঁপার কাটা দিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে প্রচারপত্র তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংসদের ভিপি প্রার্থী শেখ সাদিয়া সিদ্দিকা।