
দীর্ঘদিন পর দেশের মাটিতে তমালিকা, আপ্লুত অভিনেত্রী
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ২০:০১
গত পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। সম্প্রতি হঠাৎ করেই দেশে ফিরেছেন অভিনেত্রী; নিজ ভূমিতে পা রেখে হয়ে পড়েছেন আবেগে আপ্লুত।
সামাজিক মাধ্যমে বেশ সরব তমালিকা। তবে দেশে আসার খবর সেখানে জানাননি অভিনেত্রী। তমালিকা দেশের মাটিতে পা রাখার পর নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে তার দেখা মেলে। নির্মাতার এক পোস্টের কিছু ছবিতে তা দেখা যায়। মূলত গেল বিজয়ার দিনে তারা একত্রিত হয়েছিলেন; একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার অনুষ্ঠানে; তমালিকার সঙ্গে সেই মুহূর্তই ধরা দেন চয়নিকা।