অ্যানথ্রাক্স কী, কীভাবে ছড়ায়

প্রথম আলো প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ১৭:২৬

রংপুরের পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা দিয়েছে। পাশাপাশি মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় অ্যানথ্রাক্স সন্দেহে কয়েকজনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর আগে জুলাই ও সেপ্টেম্বর মাসে পীরগাছায় অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।


প্রথম আলো পীরগাছা সদর ও পারুল ইউনিয়ন ঘুরে অন্তত অর্ধশত অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর তথ্য পেয়েছে। গত দুই মাসে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে তিন শতাধিক গবাদিপশু মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। অসুস্থ গরু জবাই করার পর মাংস নাড়াচাড়া করার কারণে একটি পরিবারের ৪ জনসহ ১০ জনের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়েছে প্রথম আলোতে।


এসব ঘটনায় অ্যানথ্রাক্স নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে শঙ্কা। দেশে অ্যানথ্রাক্স আক্রান্তের ঘটনা নতুন নয়। আগেও বিভিন্ন সময় অ্যানথ্রাক্স ছড়িয়েছে। প্রতিবারই লোকজনকে সতর্ক করা হয় করণীয় জানিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও