
রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। খবর গালফ নিউজের।
ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান মাসের সূচনা হিসেবে চিহ্নিত করা নতুন চাঁদ ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ০১ মিনিটে (ইউএই সময়) জন্ম নেবে। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত যাবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে না। তাই আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা কমিটি ঘোষণার অপেক্ষায় থাকলেও ১৯ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি।
আবুধাবিতে রমজানের শুরুতে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা ধীরে ধীরে বাড়তে বাড়তে মাসের শেষে পৌঁছাবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। এ সময়ে দিনের আলোর দৈর্ঘ্য ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে বাড়বে ১২ ঘণ্টা ১২ মিনিটে।