অক্টোবরে ঘূর্ণিঝড়, বন্যার আভাস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ১৩:৪৬

চলতি অক্টোবরে দেশে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এর মধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে।


শনিবার আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।


সেপ্টেম্বর মাসেও বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়।


আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।


তবে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বৃষ্টি এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলিসহ বৃষ্টি হতে পারে।


এ মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর বলছে, এরপর দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে; তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও