
ভারি বৃষ্টিতে ভূমিধস, ওড়িশায় ২ মৃত্যু
প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ভারতের ওড়িশার গজপতি জেলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃতদের মধ্যে ত্রিনাথ নায়েকের বাস বাসতিগুড়া গ্রাম পঞ্চায়েতে, আর লক্ষণ নায়েকের বাস মেরিপল্লী গ্রাম পঞ্চায়েতে।
এক্সে এক পোস্টে গজপতির জেলা প্রশাসক ভূমিধসে এ দুজনের মৃত্যু হওয়ার খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এ ঘটনায় শোক জানিয়েছেন এবং মৃতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি মূল্যায়নে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনাও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী তার বাণিজ্য ও পরিবহন মন্ত্রীকে গজপতি গিয়ে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকি করারও নির্দেশ দিয়েছেন।
এদিকে বাসতিগুড়ায় আর উদয়গিরি থানাধীন এলাকায়ও ভূমিধসের ঘটনা ঘটেছে, মানুষ বাড়ি ফেরার সময় ভূমিধসে বড় বড় পাথর গড়িয়ে পড়েছে।
“আমরা রাতে ভারি যন্ত্রপাতি ব্যবহার করে মৃতদেহগুলো উদ্ধার করেছি। সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বুধিশিলা গ্রামে আরেকটি ভূমিধসে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, আমরা সেটাও পরিষ্কার করেছি। মোহনা থানা এলাকায় তীব্র স্রোত এক লোককে ভাসিয়ে নিয়ে যায়। উদ্ধার কার্যক্রমের পর আমরা সব মৃতদেহ উদ্ধার করেছি।