You have reached your daily news limit

Please log in to continue


রিটার্ন মৌসুম আসছে: মাসিক ১ লাখ টাকা বেতনে আয়কর বাড়ল কত?

বছর ঘুরে ব্যক্তির আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা আবার সমাগত প্রায়। এখন সেই প্রস্তুতি নেওয়ার পালা। মাস খানেক পরে জোরেশোরে শুরু হবে সেই তোড়জোড়।

এরই মধ্যে কেউ কেউ কাগজ কলম নিয়ে খসড়া হিসাব করতে বসে গেছেন, নতুন আয়কর হার অনুযায়ী নিজের আয় থেকে কর দিতে হবে কত? বিশেষ করে যাদের মাসিক আয় কিছু বেশি।

কোনো ব্যক্তির মাসিক আয় আগের মত এক লাখ টাকা থাকলে চলতি অর্থবছরে (আয়বর্ষ) নতুন হিসাবে তাকে কত টাকা আয়কর দিতে হবে, বাড়ল কত?

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমায় পরিবর্তন ও আয়ের স্তর অনুযায়ী নতুন হার নির্ধারণের পর ব্যক্তি করদাতাদের মধ্যে এমন আলোচনা সামনে এসেছে।

হিসাব করে দেখা যায়, গত অর্থবছরে (আয়বর্ষ) যার মাসিক আয় ১ লাখ টাকা ছিল এবং দুই ঈদে যদি তার বোনাস হয় আরও ১ লাখ টাকা; তাহলে তার বার্ষিক আয়ের ওপর আয়কর আসে ৪৭ হাজার ৫০০ টাকা। চলতি অর্থবছরে (আয়বর্ষ) এ পরিমাণ আয়ের ওপর নতুন বিধান অনুযায়ী আয়কর আসবে ৫৮ হাজার ৭৫০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন