You have reached your daily news limit

Please log in to continue


মুদিদোকানে ভালুকের হানা

যুক্তরাষ্ট্রে একটি মুদিদোকানে আচমকাই হাজির হলো এক অপ্রত্যাশিত ক্রেতা—একটি কালো ভালুক। দোকানের স্বয়ংক্রিয় দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে সেটি। আতঙ্কে মুহূর্তেই চারপাশে ছোটাছুটি শুরু করেন অধিকাংশ ক্রেতা–কর্মচারী। কেউ কেউ দৃশ্যটি মুঠোফোনে ধারণও করেন।

অ্যারিজোনা অঙ্গরাজ্যের দক্ষিণে ওরো ভ্যালির ফ্রাই’স নামের দোকানে ঘটেছে এ ঘটনা। গত সপ্তাহান্তে এ এলাকার আশপাশে ভালুকটিকে কয়েকবার দেখা গিয়েছিল। গত সোমবার সকালে সেটিকে দোকানের পেছনে ঘুরতে দেখা যায়। একপর্যায়ে স্বয়ংক্রিয় দরজার সামনে আসে এবং ভেতরে প্রবেশ করে।

ভেতরে ঢুকেই ভালুকটি ছোটাছুটি শুরু করে। এক ক্রেতার তোলা ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দোকানের ভেতর ভালুকটিকে খুঁজছেন। তিনি কিছুক্ষণ ফোনের দিকে তাকানোর পর চোখ তুলতেই দেখেন, ভালুকটি তাঁর একেবারে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে। এরপর সেটি দৌড়ে সরে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দোকানে থাকা লোকজনকে সাবধানে বের করে নিয়ে আসে। ওই ঘটনায় সৌভাগ্যক্রমে কেউ আহত হননি এবং দোকানেরও ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে দোকান থেকে বেরিয়েই ভালুকটি চোখের আড়ালে মিলিয়ে যায়।

স্থানীয় পুলিশ মুখপাত্র ড্যারেন রাইট বলেন, ‘ওরো ভ্যালিতে মাঝেমধ্যে মরু এলাকা থেকে ভালুক চলে আসে। তবে কোনো ভালুকের দোকানে ঢুকে পড়া—এমন অভিজ্ঞতা আমাদের জন্য একেবারেই নতুন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন