১০ অক্টোবর ২০২৫ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ১৩:১৩

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে যদি অন্যদের কথা মেনে নিয়ে বিনিয়োগ করেন তবে আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে। খরচ বাজেট অতিক্রম করায় অনেক চলমান প্রকল্প স্থগিত হতে পারে। সপ্তাহের মাঝদিকে অসাধারণ প্রচেষ্টা ও পরিবারের সদস্যদের সময়মতো সমর্থনের ফলে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারেন। তবে বর্তমান মনোভাব বজায় রাখতে কঠিন কাজ করতে হবে। সপ্তাহের শেষদিকে নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে আর অনেক টাকা পাবেন। কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে বিচক্ষণতা ব্যবহার করুন।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। পরোপকার কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন। সামাজিক জীবনও অবহেলা করবেন না। ব্যস্ত সময় থেকে বের হয়ে স্বপরিবারে অনুষ্ঠানে যান। সপ্তাহের মাঝদিকে অন্যদের ওপর ব্যয় করা পছন্দ করলেও অর্থ ব্যয় মনকে নিরানন্দ করবে। যদি কেনাকাটা করতে যান তবে বেশি অপব্যয় এড়িযে যান। সপ্তাহের শেষদিকে আপনার খুশি, প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজ আর মিশুক স্বভাব চারপাশের মানুষদের আনন্দ ও খুশি এনে দেবে। দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে কর্মদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। কাজ করার অনন্য উপায়গুলো এমন মানুষকে আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখেছেন। এটি অনুকূল সময়। কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন। সপ্তাহের মাঝদিকে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা ভালো ধরণা ও পরিকল্পনা এনে দেবে। পড়াশুনার পরিবর্তে বাইরের কাজ কর্মে অত্যাধিক জাড়িত থাকার কারণে অভিভাবকের শাসনে পড়তে পারেন। সপ্তাহের শেষদিকে অন্যরা কী চায় তা জানতে চেষ্টা করুন। তবে খরচ খুব বেশি যেন না হয় সেই চেষ্টা করুন। ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ সামনেই প্রশংসা করবে।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ অন্যদেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে উৎকুষ্ট সময়। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যত লাভের জন্য ভালো ভিত্তি প্রস্তর স্থাপন করবে। তাই ব্যবসায়ীদের জন্য ভালো সময়। সপ্তাহের মাঝদিকে পেশার ওপর আধিপত্য পরীক্ষিত হবে। তাই পছন্দসই ফলাফল পেতে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে। কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সাথে আপনাকে অভিনন্দ জানাবে। সপ্তাহের শেষদিকে প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের দরজা উন্মুক্ত করবে। আর্থিক লাভ যা প্রত্যাশিত ছিল, তা বিলম্বিত হতে পারে। তাই আর্থিক সীমাবদ্ধতা এড়াতে বাজেটে আটকে থাকুন।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে রক্তচাপের রোগীরা ভিড় বাসে ওঠার সময় অতিরিক্ত যত্নশীল থাকুন। অফিস থেকে ঘরে আসার সময় সাবধানে গাড়ি চালান, না হলে দুর্ঘটনা ঘটতে পারে। আর বেশ কিছু দিনের জন্য অসুস্থ হতে পারেন। সপ্তাহের মাঝদিকে কারও কারও ভ্রমন ক্লান্তিকর হতে পারে। তবে সঙ্গী প্রেম ও সংবেদনের একটি আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। তাই ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্যের পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে একটা গুরুত্বর পতনের সম্মুখীন হবেন। এমন ব্যক্তির সঙ্গে সংযুক্ত হোন যারা প্রতিষ্ঠিত ও সহায়ক।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে বুঝতে পারবেন জীবনসঙ্গী স্যাকারিনের চাইতেও মিষ্টি। খুশিতে ভরা একটি সময় যখন স্বামী/ স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। এ সময়ের ভালোবাসা ফাল্গুন ধারার মতো প্রবাহিত হবে। সপ্তাহের মাঝদিকে শারীরিক মানসিক কিছু সমস্যা দেখা দিতে পারে। সতর্কতার সাথে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে, রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালান উচিত হবে না। সপ্তাহের শেষদিকে সঙ্গীকে নিয়ে যদি একটি রোমান্টিক ভ্রমণে যান তবে সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে। যে আপনাকে ঘৃণা করে শুধমাত্র তাকে যদি ‘হ্যালো’ বলেন তবে কর্মক্ষেত্রে জিনিসগুলো সত্যি অসাধারণ হয়ে যাবে।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে বন্ধুর শীতল আচরণ খারাপ লাগার কারণ হতে পারে। তবে নিজেকে ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। এটা যেন আপনাকে বিধ্বস্ত না করে। পারলে ঝামেলা এড়িয়ে চলুন আর ঝগড়া মিটিয়ে ফেলুন। সপ্তাহের মাঝদিকে বিয়ে একটি আশীর্বাদ সেটা এ সময় অনুভব করবেন। ভালোবাসা ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয়, এ সময় সেটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন। সপ্তাহের শেষদিকে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। বিশেষ করে ক্রসিংয়ে যত্ন নিয়ে গাড়ি চালান। দূরের জায়গার আত্মীয়রা যোগাযোগ করতে পারে।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেযে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। এট প্রেমে আপনার সৌভাগ্যের সময়। সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান। প্রেমে মস্তিষ্ক ব্যবহার করুন; যেহেতু ভালোবাসা সব সময় অন্ধ হয়। সপ্তাহের মাঝদিকে অলসভাবে বসে থাকার অভ্যাস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রামাণিত হতে পারে। বাস্তবতার সাথে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন। সপ্তাহের শেষদিকে যে কাজের চাপ বিবাহিত জীবনকে ব্যহত করছিল, এ সময় সব অভিযোগ বিলীন হয়ে যাবে। সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাবেন। তবে ড্রাইভিংয়ে অতিরিক্ত যত্ন নিতে হবে।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে ঘরে উৎসবের বার্তাবরণে আপনার উত্তেজনা কম হবে। তবে নিশ্চিত করুন, এসবে নীরব দর্শক না হয়ে এতে অংশ নেবেন। সম-মানসিকতার বন্ধুদের সাহায্য নিন। তাদের সময়োচিত সাহায্য গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হবে। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন। উপলব্ধি করতে পারবেন সঙ্গী কতটা ভালোবাসে। উপহার দেওয়া নেওয়ার পক্ষে শুভ সময়। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হোন। বিশেষ করে উচ্চ-রক্তচাপের রোগীরা। বিবাহিত দম্পতিরা একসঙ্গে বসবাস করে তবে সবসময় রোমান্টিক হয় না, তবে এসময় সত্যি সত্যি রোমান্টিক হবে।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে কোনো আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক ও যত্নশীল হবে। সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা আছে। তাই নীরব থেকে ও সবার সঙ্গে আন্তরিক হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করুন। সপ্তাহের মাঝদিকে পরিবারে দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময়। জীবনের উঁচু-নিচু ভাগ করে নিতে তাদের সঙ্গে নিকট সহযোগিতায় কাজ করুন। আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরান আনন্দ দেবে। সপ্তাহের শেষদিকে ব্যস্ত রাস্তায় বুঝতে পারবেন যে সঙ্গী সেরা। তাই আপানি ভাগ্যবান। উচ্চ ক্যালরির খাবার এড়িয়ে চলুন। আর শরীরচর্চায় লেগে থাকুন।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের ‍শুরুতে সেইসব আত্ময়িদের কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময়ে সাহায্য করেছেন। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলো ও তাৎক্ষণিক খরচের খেয়াল করবে। নির্দিষ্ট জরুরি কিছু পরিকল্পনা নির্বাহিত হওওয়াতে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। সপ্তাহের মাঝদিকে আত্মিয়দের কাছে ছোট সফর ক্লান্তিকর দৈনিক কাজের সূচী থেকে আরাম ও হালকা বোধ আনবে। লেখায় কিছু ভালো সময় ব্যয় করে বিশেষ সৃজনশীলতার দিকে যেতে পারেন। সপ্তাহের শেষদিকে পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে হালকা ও আনন্দদায়ক মেজাজে রাখবে। নতুন প্রেম কারও কারও জন্য নিশ্চিত করবে, প্রেমের জীবন আপনাকে প্রস্ফূটিত করবে।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে আপনার মুগ্ধকারী স্বভাব ও আনন্দদায়ক ব্যক্তিত্ব নতুন বন্ধু তৈরি করতে ও উন্নত যোগাযোগ করতে সাহায্য করবে। এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনার মনোভাব বজায় রাখতে সহায়ক হবে। সপ্তাহের মাঝদিকে ব্যাংকিং কারবার খুব সতর্কতার সঙ্গে সামলাতে হবে। একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মখীন হতে পারেন। যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। সপ্তাহের শেষদিকে ভুল যোগাযোগ একটি সমস্যার সৃষ্টি করতে পারে। তবে বসে কথা বলে সেটা সামলাতে সমর্থ হবেন। জমিজমা সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের জন্য ভালো সময়। একটি চমৎকার আনন্দময় সময়ের জন্য অতিথিরা ঘরে ভিড় করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও