
শেষ সময়েও ইলিশের দামে হতাশ ক্রেতারা
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ শনিবার (৪ অক্টোবর) থেকে সারা দেশে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এসময় ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুত নিষিদ্ধ থাকবে।
এদিকে নিষেধাজ্ঞার আগে শেষ দিনে বাগেরহাট কেবি বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। তবে ইলিশ কম ও দাম বেশি থাকায় হতাশ হন ক্রেতারা।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, বিক্রেতাদের হাঁকডাক ও ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে আছে দড়াটানা সংলগ্ন বাগেরহাট কেবি বাজার। ইলিশ কম ও দাম বেশি হওয়ায় অনেকেই ফেরেন খালি হাতে। বাজারে বড় সাইজের ইলিশ প্রায় ছিল না বললেই চলে। মাঝারি সাইজের মাছের সরবরাহও কম ছিল। ছোট ইলিশের পরিমাণই বেশি। ট্রলার থেকে নামানো ইলিশ উন্মুক্ত নিলাম পদ্ধতিতে বিক্রির পাশাপাশি কিছু ক্রেতা সরাসরি খুচরাও বিক্রি করছিলেন। এই ক্রয়-বিক্রয় চলে রাত ১২টা পর্যন্ত।
এদিন বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয় ২৫শ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত, ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় ১৫০০ টাকা কেজি দরে, ২৫০ গ্রাম থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় এক হাজার থেকে ১২০০ টাকা কেজি দরে। এর থেকে ছোট ইলিশ বিক্রি হয় ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইলিশ
- মাছ ধরায় নিষেধাজ্ঞা