
শাপলা: নাছোড় এনসিপির দাবিতে ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে?
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধন চূড়ান্ত করার পথে ‘শাপলা’ প্রতীক নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে।
নির্বাচন কমিশন কোনো দলকে শাপলা মার্কা বরাদ্দ দেয়নি, নির্বাচনের প্রতীক তালিকাতেও রাখেনি। কিন্তু নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি শাপলা প্রতীকের দাবিতে অনড় অবস্থান নিয়েছে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রতীক তালিকা সংশোধনের জন্য শুক্রবার আবারো দাবি জানিয়েছে দলটি। আর এ প্রতীকের প্রথম দাবিদার নাগরিক ঐক্য আগের দিন বলেছে, এনসিপিকে শাপলা দিলে এখন আর তারা আপত্তি করবে না, আদালতেও যাবে না।
তাহলে কি এখন সিদ্ধান্ত বদলে এনসিপিকে শাপলা মার্কা বরাদ্দ করার সুযোগ আছে? এ বিষয়ে ইসির সিদ্ধান্তের বাইরে মন্তব্য করতে চান না কর্মকর্তারা।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার বলেছেন, “কোনো দলের নামে তো শাপলা প্রতীক বরাদ্দ দেয়নি ইসি; সেক্ষেত্রে অন্যকে দেওয়ার বিষয়ে মামলা করা না করার কি রয়েছে? ইসি প্রতীকের বিষয়গুলো নিষ্পত্তি করেছে। এখন এককভাবে আমার আর কিছু বলার নেই।”
তিনি বলেন, “এ পর্যন্ত যেগুলো নিষ্পত্তি করা হয়েছে কমিশনের সিদ্ধান্তই তো হয়েছে। এ ব্যাপারে ভুলের কোনো কারণ নেই।”